21-12-2016 09:14:55 PM

পর্দায় আসছেন শাহরুখ-সাইফের সন্তানরা

newsImg

বেশ কিছুদিন আগেই গুঞ্জন উঠেছে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অভিনয়ে আসছেন। কিন্তু পরিপক্ব হননি বলে শাহরুখ নিজেও সেভাবে রাজি ছিলেন না। একই সঙ্গে সাইফ আলি খানের মেয়ে সারা খানও বলিউডে আসছেন এমনটা শোনা গেছে। তবে সব জল্পনার অবসান ঘটছে। এখন শুধু সময়ের অপেক্ষায়। সারা-আরিয়ানের একসঙ্গে অভিষেক হতে যাচ্ছে। কিছুদিন আগে জানা যায়, করণ জোহরের ‘ধর্ম প্রোডাকশন্স’-এর ছবিতে হৃতিক রোশনের বিপরীতে নাকি সারা খান ডেবিউ করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, করণ চান আরিয়ান আর সারাকে একসঙ্গে পর্দায় নিয়ে আসতে। সেজন্য তিনি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। সারাকে একটু অপেক্ষা করার কথা বলেছেন করণ। তিনি দু’জনকে বেশ বড়ভাবে লঞ্চ করার পরিকল্পনা করছেন। আরিয়ান পড়াশোনা শেষ করে মুম্বইয়ে ফেরার পরেই করণ তার ছবির কাজ শুরু করে দেবেন বলে শোনা যাচ্ছে। এদিকে সূত্রে জানা যায়, শাহরুখ খানও এরই মধ্যে ছেলে আরিয়ানকে নিয়মিত তালিম দিচ্ছেন।  এক সাক্ষাৎকারে বাদশা বলেন,  আরিয়ানকে আমি প্রচুর সিনেমা দেখতে বলি। হলিউড ক্লাসিক্স, বলিউডের পুরনো ছবি, আমার ছবি, অন্যদের ছবি সবকিছুই দেখতে বলি ওকে। আর এসব কথাতেই বোঝা যাচ্ছে দুই স্টার কিডের অভিষেকটা জমজমাটই হবে। আর সেজন্যই জোর প্রস্তুতি চলছে।