বাংলাদেশ | শনিবার, জানুয়ারী ২৩, ২০২১ | ১০ মাঘ,১৪২৭
জাতীয়
18-12-2016 10:52:21 PM
সদাসদী স্কুল নিয়ে কেন্দ্রীয় সোনালী ব্যাংকে মিটিং সম্পন্ন
আজ রাত ৮ টায় মতিঝিল কেন্দ্রীয় সোনালী ব্যাংকে জিএম মোফাজ্জল শামস এর অফিসে মিয়া আলাউদ্দিনের সভাপতিত্বে সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শততম জন্মবার্ষিকী পালন করা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন ছাত্র গোলাম মোহাম্মদ। অনুষ্ঠানে উপস্থিতি সবাই বক্তব্য রাখেন এবং ২০১৮ সালের ৬ জানুয়ারি শততম বার্ষিকীর প্রাথমিক আলোচনা করা হয়। পরবর্তীতে ১৪ জানুযারি ২০১৭ ইং তারিখে আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।