বাংলাদেশ | শনিবার, জানুয়ারী ২৩, ২০২১ | ১০ মাঘ,১৪২৭
বিনোদন
13-12-2016 08:35:35 PM
হৃতিকের বিপরীতে অভিষেক ঘটবে সাইফ-কন্যা সারার?
শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পতৌদির পুত্র সাইফ আলি খান ও সারা আলি খান এরই মাঝে বলিউডের বড় তারকা। এবারে সাইফের প্রথম স্ত্রী আমৃতা সিং-এর বড় কন্যা সারা আলি খান আসছেন বলিউড মাতাতে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ধর্ম প্রডাকশনের ব্যনারে করন মালহোত্রার এক কমেডি ছবির মাধ্যমে বলিউডে অভিষিক্ত হতে যাচ্ছে ২৪ বছর বয়সি সারা আলি খানের। সারার বিপরীতে নায়ক হিসেবে যার নাম শোনা যাচ্ছে, তিনি হলেন আরেক তারকা পুত্র হৃতিক রোশান!
এর আগে নামকরা নির্মাতা করন জোহারের সিনেমায় অভিনয়ের কথা হয়েছিলো সারার। কিন্তু সারার মা অমৃতা সিং-এর সাথে করনের বনিবনা না হওয়ায় সেটি সম্ভব হয়ে ওঠেনি।
একটি সূত্র জানায়, “এবারে আরও বড় ব্যানারে দেখা যাবে সারাকে। করন মালহোত্রার নতুন ছবিতে প্রধান নারী চরিত্রেই দেখা যাবে সাইফ কণ্যাকে।”
সারার বিপরীতে নায়ক হিসেবে হৃত্বিকের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে বাজারে জোর গুজব উঠেছে এ নায়ক আর কেউ নন, স্বয়ং হৃতিক! এর আগে ২০১৪ সালে করন মালহোত্রার ‘অগ্নিপথ’ ছবিতে নায়ক হিসেবে দেখা গেছে হৃতিককে।